গোবিন্দগঞ্জ উপজেলাধীন ০৬নংদরবস্ত ইউনিয়ন এর করতোয়া নদীতে বন্যার পানি বৃদ্ধি পাওয়াতে ইউনিয়ন এর ৩টি স্থানে করতোয়া নদীর বাধ ভেঙ্গে যাওয়ার কারনে বিশ্বনাথ পুর , ছোট দূর্গাপুর , বগুলাগাড়ী ,বিশুবাড়ী , গোসাই পুর , সাতানা বালুয়া , মাড়িয়া , মিরুপাড়া , বিরাহিম পুর,সাবগাছি হাতিয়া দহ এলাকায় সমূহে পানি বৃদ্ধি পাওয়াতে অনেক ফসল নষ্ট হয়ে যায়। এবং এই পানি ঢোকামত ডাইরিয়া সহ অনেক রোগ দেখা যাচ্ছে । তাই এই বাধ মেরামতের জন্য দরবস্ত ইউনিয়নের চেয়ার ম্যান অ,র,ম শরিফুল ইসলাম জর্জ তিনি রাত দিন পরিশ্রম করেন ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস